তারাকান্দায় বিদ্যুৎ চুরি করে মৎস্য চাষ
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের তারাকান্দায় মৎস্য চাষি আল আমিন মন্ডল দীর্ঘদিন যাবত অবৈধ বিদ্যুৎ সংযোগ (চুরি) করে মৎস্য চাষ করে আসছিলেন। এই ঘটনা জানাজানি হলে ফুলপুর পিডিবি বিদ্যুৎ অফিসের লোকজন অভিযান চালিয়ে লাইন কর্তন করে নিয়ে যায়।
জানা গেছে,তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের গাজিয়াপাড়া গ্রামের আল আমিন মন্ডল দীর্ঘদিন যাবত অবৈধ (ফুলপুর পিডিবি) বিদ্যুৎ সংযোগ দিয়ে মৎস্য চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর পিডিবি অফিসের কর্মকর্তারা অভিযান চালিয়ে অবৈধ লাইন কর্তন করে নিয়ে যায়।
এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পিডিবি অফিসে দৌড় ধাপ শুরু করেন আল আমিন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
