অন্যান্যজাতীয়

কিশোরগঞ্জে সৈয়দ নজরুল হাসপাতালে রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা মো. মহসিন মিয়া নামের এক রোগীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুল আলম মিলনের বিরুদ্ধে। এ বিষয়ে ভোক্তভোগীর ছেলে মো. শোলক মিয়া লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ সেপ্টেম্বর) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ নূরুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আবুল হোসেন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. মোহাম্মদ আবেদুর রহমান ভূঞা।

চিঠিতে বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান জানান, তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তদন্ত রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে প্রচলিত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।