জাতীয়রাজনীতি

জামায়াত রাজনীতিতে টানাপোড়েন, ফুলবাড়ীয়ায় বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি –বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যাপক জসিম উদ্দিনকে আসন্ন নির্বাচনে মনোনয়ন না দেওয়ায় ফুলবাড়ীয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার বিকালে ২৪ চত্বর থেকে হাজার হাজার সমর্থক ও দলীয় কর্মী-অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান গিয়ে সমাপ্ত করেন। মিছিলে বক্তারা অভিযোগ করেন, মনোনয়ন পাওয়া প্রার্থী অতীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে ব্যবসায়িক স্বার্থে যোগসাজশ করেছিলেন। এমনকি তিনি দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামীপন্থী পুলিশ দিয়ে নানা অত্যাচার চালিয়েছেন বলেও অভিযোগ তোলা হয়।
বক্তারা আরও দাবি করেন, “আওয়ামী ঘরানার লোকদের সঙ্গে আঁতাতকারী প্রার্থীদের মনোনয়ন জনগণ মেনে নেবে না।” তারা অভিযোগ করেন, বর্তমান জেলা জামায়াত অর্থের প্রভাবে জিম্মি হয়ে পড়েছে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জাকির হোসেন মুন্জু মাস্টার। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মুফতি মাওলানা ইউসুফ আলী নূরী, রেজাউল করিম, হাকিম উদ্দিন, শহিদুল ইসলামসহ আরও অনেকে।
এ বিষয়ে অধ্যাপক মো. জসিম উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে আমি কিছুই জানি না। গতকাল সংবাদ সম্মেলনে বলেছি—দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি এবং আমার সহকর্মীরা মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষেই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, অধ্যাপক জসিম উদ্দিন দীর্ঘ সময় ধরে জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একাধিকবার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।