গফরগাঁও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাহিন, গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া, পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। এছাড়াও সভায় উপজেলায় বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা হয়। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।