জাতীয়

ফিকি ও মাইন্ড ম্যাপারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর;ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫: ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)দেশের পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ফিকি লিডারশিপ একাডেমি’র আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মাইন্ড ম্যাপার বাংলাদেশ (এমএমবি)এর সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে।

আজ ফিকির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফিকির পরিচালনা পর্ষদের সদস্য আলা উদ্দিন আহমদ এবং আইএসসিইএ এশিয়ার সিইও এবং মাইন্ড ম্যাপার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও লিড কোচ ইজাজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই অংশিদারিত্বের মাধ্যমে মাইন্ড ম্যাপার বাংলাদেশ ফিকির নলেজ পার্টনার হিসেবে কাজ করবে। তারা চাকুরির বাজারে দক্ষতার ঘাটতি পূরণে, ভবিষ্যতকেন্দ্রিক এবং চাহিদাসম্পন্ন বিষয়ে কাস্টমাইজড প্রশিক্ষণ ডিজাইন ও পরিচালনায় ভূমিকা রাখবে, যা বাংলাদেশের কর্মশক্তিকে দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে এগিয়ে যেতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আলা উদ্দিন আহমদ বলেন, “এই অংশীদারিত্ব ফিকিকে সমৃদ্ধ ও কাস্টমাইজড লার্নিং এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করবে। বিশেষজ্ঞ প্রশিক্ষকদের পাশাপাশি ফিকির সদস্য প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের অভিজ্ঞতা থেকেও বৃহত্তর কর্পোরেট এবং ব্যবসায়িক সম্প্রদায় উপকৃত হবে। বাংলাদেশের মানব সম্পদকে সমৃদ্ধ করতে বিশ্বব্যাপী বেস্ট প্র্যাক্টিস এবং দক্ষতার শক্তিকে কাজে লাগানোই ফিকির লক্ষ্য।”

“ফিকি লিডারশিপ একাডেমি বাংলাদেশে চাকুরির বাজারে ভবিষ্যত নেতা তৈরির প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। এই উদ্যোগের মাধ্যমে আমরা দক্ষতার ঘাটতি পূরণ, উদ্ভাবনকে অনুপ্রাণিত করা এবং পেশাজীবীদেরকে দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক বিশ্বে সাফল্য অর্জনে সক্ষম করে তুলতে চাই,” জানান করেন ফিকির পরিচালনা পর্ষদের আরেক সদস্য রুবাবা দৌলা।

নিজের অনুভূতি প্রকাশ করে ইজাজুর রহমান বলেন, “এই অংশীদারিত্ব আমাদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। এটি বাংলাদেশ এবং তার বাইরে পেশাদার এবং প্রতিষ্ঠানের জন্য সত্যিকার অর্থে প্রভাব তৈরি করতে সমন্বিত শক্তি। এই যাত্রায় অংশীদার হতে পেরে আমরাও আনন্দিত।”অনুষ্ঠানে ফিকি ও মাইন্ড ম্যাপার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিকি সম্পর্কে:
বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ সংগঠন দ্য ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) ১৯৬৩ সালে যাত্রা শুরুর পর থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। বাংলাদেশের ২১টি খাতে ব্যবসা চালিয়ে যাওয়া বিশ্বের ৩৫টি দেশের প্রায় ২১০টি সদস্য প্রতিষ্ঠান শীর্ষ¯স্থানীয় চেম্বার ফিকির প্রতিনিধিত্ব করছে। ছয় দশকের এই গৌরবময় যাত্রায় চেম্বারের সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারের অভ্যন্তরীণ প্রায় ৩০% রাজস্ব আয়ে অবদান রাখছে এবং বাংলাদেশে ৯০% এর বেশি অভ্যন্তরীন এফডিআই-এর প্রতিনিধিত্ব করছে।

মাইন্ড ম্যাপার বাংলাদেশ (এমএমবি) সম্পর্কে:গত ১৫ বছর ধরে মাইন্ড ম্যাপার বাংলাদেশ পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। গ্লোবাল সার্টিফিকেশন, করপোরেট আপস্কিলিং, কনসালটেন্সি এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা সাপ্লাই চেইন থেকে শুরু করে লিডারশিপ পর্যন্ত বিভিন্ন খাতে বিশেষ ভূমিকা রেখেছে। এ পর্যন্ত ২,০০০–এরও বেশি প্রতিষ্ঠানের হয়ে ৩০,০০০–এর বেশি পেশাজীবীকে দক্ষতা বৃদ্ধি, নতুন সুযোগ সৃষ্টিতে অনুপ্রাণিত করা এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে সক্ষম করেছে।

সংবাদ বিজ্ঞপ্তি