ধর্ম-কর্মে বিশ্বাসী একটি উদার ও গণমুখী রাজনৈতিক দল হচ্ছে বিএনপি–প্রিন্স।
মোঃ বাবুল হোসেন: ধর্মে কর্মে বিশ্বাসীএকটি উদারও গণমুখী রাজনৈতিক দল হচ্ছে বিএনপি ধর্মান্ধ বা ধর্ম বিরোধী নয় । বিএনপি বিশ্বাস করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির অবাধ চর্চা জাগ্রত থাকলে সমাজে শান্তি , সম্প্রীতি , শৃঙ্খলা , নীতি, নৈতিকতা বজায় থাকবে এবং একই সাথে অন্যান্য ধর্ম ও গোত্রের মানুষরাও নিরাপদ ও ভালো থাকবেন । বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাসী । এ লক্ষ বিএনপি কাজ করে যাচ্ছে । এমরান সালেহ প্রিন্স আজ সকালে আলোকিত হালুয়াঘাট গড়তে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে হালুয়াঘাট পৌর এলাকার মসজিদসমূহের কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক এবং ইমাম , মোয়াজ্জিন ও খাদেমদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলন ।
এছাড়াও দুপুরে হালুয়াঘাটে নব গঠিত পাঁচটি ইউনিয়ন বিএনপির কমিটির নেতৃবৃন্দ এমরান সালেহ প্রিন্সের সাথে সৌজন্য সাক্ষাত করেন । মতবিনিময় সভায় তিনি বলেন ,স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী বিতর্কীত একটি রাজনৈতিক দল সুকৌশলে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সংখ্যাগরিষ্ঠ মোসলমানদের সেন্টিমেন্টের প্রত সম্মান জানিয়েই সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রহিম এবং ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার পরিবর্তে ধর্মীয় মুল্যবোধ ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন । তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি কখনো ইসলাম বিরোধী হবে না ।তিনি আজ বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন উল্লেখ করে বলেন ,ওই দলটি মুখে ইসলামী শরিয়াহ আইনের কথা বলছে , আবার পার্শ্ববর্তী দেশের অনুকম্পা পেতে বলছে ,ভোটে জিতলে তারা বাংলাদেশে শরিয়া আইন আনবে – একথা তারা বলে নাই । তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাচ্ছে । দ্বিচারিতা করছে ।
বিএনপি ইসলামী মূল্যবোধের প্রতি সর্বোচ্চ সম্মান দেয় । তিনি বলেন ,বিএনপি ক্ষমতায় গেলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না । তিনি বলেন , ময়মনসিংহ-১ আসন থেকে আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে তিনি ইমাম , মুয়াজ্জিনদের চাকুরী বিধি প্রণয়ণ ও সম্মানজনক বেতনভাতা প্রদান এবং মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ , বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ও অন্যান্য সমস্যা সমাধানে সংসদে আইন প্রণয়নে সোচ্চার থাকবেন । বিএনপি সরকারে আসলে এ বিষয়ে পর্যয়ক্রমে ব্যবস্থা নেয়া হবে । তিনি বলেন , অতীতে বিএনপি সরকারে থাকাকালে মসজিদ, মাদ্রাসার উন্নয়নে কাজ করেছে । সেই ধারাবাহিকতার হালুয়াঘাটে প্রায় সকল মসজিদ, মাদরাসায় তিনি সরকারী অনুদান এনে দিয়েছিলেন , উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন , আগামী দিনে ইনশাআল্লাহ সেই ধারা আরও জোরদার করা হবে ।
হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে পৌর বিএনপির আহ্বায়ক ও বায়তুল আহাদ জামে মসজিদ কমিটির সভাপতি হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক ও দারুসসালাম গোরস্থান জামে মসজিদের সভাপতি আসলাম মিয়া বাবুল , ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মওলানা আকবর আলী ,হাদিসের মোড় জামে মসজিদের সভাপতি হাদিস উদ্দিন মিয়া, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী , বিড়ইডাকুনী জন্নাতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম , মধ্য আকনপাড়া জামে মসজিদের সভাপতি আবুল বাশার , হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় মসজিদের সভপতি আবুল কালাম , বায়তুর রহিম জামে মসজিদের ইমাম হাফেজ কামরুল ইসলাম , পূর্ব কাচারীপাড়া জামে মসজিদের ইমাম মুফতি জুনাইদ আল হাবিব , প্র্রমুখ বক্তব্য রাখেন