জাতীয়রাজনীতি

তারাকান্দায় সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের এমপি প্রার্থীর মতবিনিময়

তারাকান্দা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত এমপি প্রার্থী ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ তারাকান্দার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) তারাকান্দা স্থানীয় সাংবাদিকদের সাথে সিক্সসিজন রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা মতিউর রহমান শেখ বলেন, বিভেদ নয় ঐক্য কল্যাণমুলক রাষ্ট্র, দুর্নীতি, সন্ত্রাস,চাঁদাবাজ,মাদকমুক্ত ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে ফুলপুর-তারাকান্দার জনগনের নিকট প্রচার প্রচারণা চালাচ্ছেন।

এতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর এর সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান,খেলাফত মজলিশের তারাকান্দা উপজেলা সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক মুফতি আরিফ রব্বানী, যুব মজলিশের সদস্য মুফতি জিয়াউর রহমান প্রমূখ