জাতীয়

ইটনা উপজেলার প্রবীণ সাংবাদিক শাহেদ আলী আর নেই

কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত ইটনা উপজেলার প্রবীণ সাংবাদিক শাহেদ আলী আর নেই। বুধবার, ৫ নভেম্বর সকাল ৮ টায় তিনি তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৮ বছর।
বুধবার বাদ আসর ইটনা মিনি স্টেডিয়ামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানায় ইটনার সকল স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। পরে ইটনা কেন্দ্রীয় জামে মসজিদ গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়।
তিনি ২ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইটনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। কর্মজীবনে দেশে বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় ইটনা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ইটনা উপজেলার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ, ময়মনসিংহের দৈনিক জাহান, কিশোরগঞ্জের দৈনিক শতাব্দির কন্ঠ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ইটনা প্রতিনিধি