ময়মনসিংহে সাদিয়া এন্টারপ্রাইজে হামলার ঘটনায় ৫৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৪৭ ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ব্যবসা প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বুধবার (১২ নভেম্বর/২৫) গৌরীপুর থানায় মামলা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম। তিনি জানান, মামলায় ৮জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ১৪৭ ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পান। এতে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকদের মাঝে ক্ষোভ বিরাজ করে। মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর রোববার ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পৌর শহরের উত্তর বাজার এলাকায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর সাদিয়া এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার পূর্বধলা উপজেলার হিরনপুর গ্রামের মৃত এমদাদ হোসেন খানের পুত্র রাহাদুল ইসলাম খান বাদী হয়ে মামলা দায়ের করেন্
উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, আমার সাথে হিরণ ভাই ও তার অনুসারীদের কোন বিরোধ নেই। শুধু মাত্র বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে সমর্থন করায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমি এর বিচার চাই।

