অনিয়ম-দূর্নীতিজাতীয়

গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে প্রতিবাদ সভা

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের বাসিন্দা, ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৭৬) কে প্রকাশ্যে গাছে বেঁধে গলায় জুতা মালা পরিয়ে লাঞ্ছিত করা এবং অন্যায়ভাবে মামলা বিহীন গ্রেফতার ও মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গত মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম বেগ। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আবদুল খালেক মন্ডল।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব, বীরমুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চঞ্চল প্রমূখ।

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে গাছে বেঁধে লাঞ্ছিত করার পিছনে স্বাধীনতা বিরোধী চক্র জড়িত থাকতে পারে। উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের শাস্তির দাবি করে তারা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।অন্যথায় মুক্তিযোদ্ধারা কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবে।

এছাড়াও মুক্তিযোদ্ধা আব্দুল করিমের ছেলে, স্ত্রী, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।