অন্যান্যকৃষি ও শিল্প

ধোবাউড়ায় খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি ঃ ময়মনসিংহের ধোবাউড়ায় খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও ট্রেড অর্গানাইজেশন(টিও) এর লাইসেন্স এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ওসমান গনি,উপজেলা সভাপতি আদম আলী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা। এসময় সকল খুচরা সার বিক্রেতারা উপস্থিত ছিলেন।