অনিয়ম-দূর্নীতিজাতীয়

নান্দাইলে খানাখন্দে ভরা কালিগঞ্জ বাজার-বনাঢী সড়ক;চরম ভোগান্তিতে যাত্রী-সাধারণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের নান্দাইলে কালীগঞ্জ বাজার থেকে বনাটী আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কটি এখন এলাকাবাসীর গলার কাঁটা। দীর্ঘ ১৫ বছর আগে নির্মিত ৪ কিলোমিটার এই ইটের সড়কটির (হেরিং বন্ড) সলিং উঠে গিয়ে বর্তমানে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনে চড়লে প্রচন্ড ঝাঁকুনিতে কোমর ব্যথাসহ শারীরিক কষ্টের ভয়ে যাত্রীরা এখন গাড়ির বদলে হেঁটেই চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন কাশীনগর উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে বড় বড় গর্তের কারণে ইজিবাইক বা রিকশা প্রায়ই উল্টে যায়। ধুলাবালিতে একাকার হয়ে যায় পথচারীরা। বিশেষ করে গর্ভবতী নারী ও মুমূর্ষু রোগীদের এই পথে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। গুরুত্বপূর্ন এ সড়কটির প্রতি কর্তৃপক্ষের নজর না পড়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসীরা।

সরজমিন পরির্দশনে গিয়ে দেখা যায়, যানবাহন উল্টে গিয়ে দূর্ঘটনার আশংকায় ওই সড়কে এখন যানবাহন তেমন চলে না। মাঝে মধ্যে কয়েকটি ইজিবাইক হেলে দুলে চলাচল করছে। ঝুঁকি নিয়ে মালামালবাহী পিকআপ বা হ্যান্ড ট্রলিও খুবই সাবধানতার সহিত চলাচল করছে। এ চরম দুর্ভোগের যেন শেষ নেই।

ভুক্তভোগী শিক্ষার্থী ও চালকরা জানান, ভাঙাচোরা রাস্তায় গাড়িতে উঠলে ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়। তাই সময় বেশি লাগলেও অনেকে হেঁটেই গন্তব্যে যান।

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক বিশ্বাস জানান, জনদুর্ভোগ লাঘবে সড়কটি পাকাকরণের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।