জাতীয়রাজনীতি

ময়মনসিংহ ১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল ভ্যান র‌্যালী 

 মোঃবাবুল  হোসেন:  ময়মনসিংহ ১ আসনে হালুয়াঘাট ধোবাউড়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ২২শে নভেম্বর  ধারাবাজার থেকে এক বিশাল ভ্যান র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি  আয়োজন করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালমান ওমর রুবেল।
ভ্যান র‌্যালীটি ধারা বাজার থেকে শুরু হয়ে হালুয়াঘাট বাজারে আসে। এরপর  মুন্সিরহাট বাজার,  ধোবাউরা বাজার, গোয়াতলা বাজার, শাকুয়াই বাজার, বাট্টা বাজার, নাগলা বাজার হয়ে ধারা বাজারে এসে শেষ হয়। শত শত নেতা কর্মী ও সমর্থকরা ময়মনসিংহ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের জোর দাবী জানিয়ে শ্লোগান দিতে থাকে।
উল্লেখ্য যে ময়মনসিংহ ১ আসনে বিএনপি থেকে প্রাথমিক ভাবে মনোনয়ন দেওয়া হয় বিএনপির যৃগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে