১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতি: ঢাকায় হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের সংগ্রাম পরিষদ গঠন
হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ঘোষিত আগামি ১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতি সফল করার লক্ষ্যে ঢাকাতে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে। গতকাল ২রা ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বধিত সভায় ঢাকা মহানগর সংগ্রাম পরিষদের কমিটি গঠন করা হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান খান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ সভাপতি মোহাম্মদ ইয়াছিন, দপ্তর সম্পাদক মোঃ আলী, ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রকাশ দত্ত ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন নয়ন, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম টিটু, মাহবুব আলম মানিক। ইউনিয়নের কেন্দ্রিয় নেতৃত্বের মধ্যে সহ-সভাপতি জয়নাল আবেদীন, মনির হোসেন, সহ-সম্পাদক মোঃ খোকন সিকদার , তাজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাদল, রাজু আহম্মেদ কুদ্দুছ, কবির হোসেন, আল আমীন সরদার, নাহিদ প্রধানীয়া, মোঃ নওশাদ এবং গাজিপুরের প্রতিনিধি মোঃ শহিদ। ইউনিয়নের মহানগরের বিভিন্ন থানার নেতাদের মধ্যে থেকে বিপ্লব সরকার, আঃ রহিম, আমীর হোসেন,মোঃ সোহাগ, আঃ কাদির,জামাল হোসেন, আলী রুহুল আমিন, হোসেন, রাসেল, সবুজ, সোহাগ, সিরাজুল ইসলাম, মোঃ আকাশ, রুহান বক্তব্য রাখেন।
সভায় বিস্তারিত আলোচনার ভিত্তিতে ১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতি পালনের অংশ হিসেবে ঢাকা মহানগরে সর্বাত্মক কর্মবিরতি পালনের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রেক্ষিতে সাইফুল ইসলামকে আহবায়ক এবং জয়নাল আবেদিন, রাজু আহমেদ কুদ্দুস ও জহিরুল ইসলাম বাদলকে যুগ্ম আহবায়ক করে ঢাকা মহানগর সংগ্রাম পরিষদের কমিটি গঠন করা হয়। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন থানা অঞ্চলে কর্মীসভার কর্মসূচি নির্ধারণ করা হয়। আগামি ৪ ডিসেম্বর ওয়াড়ী, ৫ ডিসেম্বর বিকালে বংশাল ও রাতে মিরপুর , ৬ ডিসেম্বর সুত্রাপুর, ৭ ডিসেম্বর ধানমন্ডি, ৮ ডিসেম্বর মোহাম্মদপুর, আদাবর ও যাত্রাবাডী, ৯ ডিসেম্বর নিউ মার্কেট, শাহবাগ ও তেজগাঁও, ১০ ডিসেম্বর বনানী, ১২ ডিসেম্বর রমনা, ১৪ ডিসেম্বর কোতয়ালী, মতিঝিল, পল্টন ও গুলশান থানার ইউনিয়নের সভার তারিখ নির্ধারণ করা হয়। অন্যান্য থানাসমূহের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া মহানগরে অবস্থিত বিভিন্ন থানা কমিটির উদ্যোগে ধারাবাহিক মিছিল, সভা, সমাবেশ ও কর্মীসভার কর্মসূচি নেয়া হয়।
( প্রেস বিজ্ঞপ্তি)

