দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকা অফিসে চুরি
আজকের বাংলাদেশ ডেক্স: ময়মনসিংহ হতে প্রকাশিত ঐতিহ্যবাহী পত্রিকা “দৈনিক আজকের বাংলাদেশ” পত্রিকা অফিস কার্যালয়ে আবারো চুরি হয়েছে। ৩ ডিসেম্বর এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ করেন পত্রিকাটির বার্তা সম্পাদক বাবলী আকন্দ।
লিখিত অভিযোগে বলা হয়, ৩ ডিসেম্বর সকালে অফিস খুলে সকল কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখা যায়। সম্পাদকের টেবিলের উপর হাতল চেয়ার দিয়ে রুমের মাঝখানে যেখানে উপরের ফ্যান বরাবর রাখা,উপরের দুটো সিলিং ফ্যান নেই। মেঝেতে সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়ানো ছিটানো। পেছনের দরজার তালা খোলা, সম্পাদকের টেবিলের ড্রয়ারের তালা ভাঙ্গা, পত্রিকার ফাইল বান্ডেল ছেঁড়া এবং ফাইল করা ২০২২,২০২৩,২০২৪ ও (২০২৫ এর কিছু অংশ) বই বাঁধানো ফাইল, কম্পিউটার সিপিও সহ পত্রিকার অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নেই। সাথে সাথে থানায় জানালে এসআই খোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিন্দা প্রকাশ করার পাশাপাশি সকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মতপ্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে পত্রিকটির বার্তা সম্পাদক বাবলী আকন্দ বলেন, পর পর বেশ কয়েকবার পত্রিকা অফিস থেকে গুরুত্বপূর্ণ জিনিসিপত্র চুরি হয়ে যায়। ময়মনসিংহে চুরি ছিনতাই বেড়ে গেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে। কিছুদিন আগেই এ রোডের একটি বাড়িতে চুরি হয়েছে। আজ পত্রিকা অফিসে। এভাবে আতঙ্কের মধ্যে থাকলে কাজে বিঘœ ঘটে,নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। এসকল ক্ষেত্রে পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

