অন্যান্যজাতীয়

ঈশ্বরগঞ্জ পৌর মধ্যবাজারকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালিত 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরবাসির  এবং পথচারীদের  দীর্ঘদিনের এক ভোগান্তির নাম   কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক। সরু রাস্তা তার উপরে  রাস্তার দুই  পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ফলে এখানে দীর্ঘ
যানজটে পড়তে হয় সকলকে। অনেক সময় দীর্ঘ যানজটে পড়তে হয় রোগীবাহী এ্যাম্বুলেন্সকে। এ ভোগান্তি লাঘবে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সানজিদা রহমান এর দিকনির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  নির্বাহী ম্যাজিস্টেট ও পৌরপ্রশাসক সালাউদ্দিন বিশ্বাস এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় রাস্তার পাশে গড়ে উঠা প্রায় তিন শতাধিক দোকান  উচ্ছেদ করা হয়।
অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ও পৌর প্রশাসক সালাহউদ্দিন বিশ্বাস জানান, “পৌরবাসী, নাগরিক সমাজ ও পথচারীদের নিরাপদে চলাচল যানজটমুক্ত শহর উপহার দেওয়া এবং বিশেষ করে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলের পথ সুগম করতেই এই অভিযান । এসময় ব্যবসায়ীদের এমন সহযোগীতামূলক আচরণকে কে ধন্যবাদ জানান তাঁরা।
উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম, হারুন -অর- রশিদ।
পৌর বসির  ও সচেতন নাগরিক এবং পথচারীদের  দীর্ঘদিনের এক ভোগান্তির নাম   কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের দুই  পাশে গড়ে উঠা  অবৈধ স্থাপনা। পৌরবাসি, পথচারী ও সচেতন নাগরিকদের এ ভোগান্তি লাগবের বিষয় টি মাথায় নিয়ে
এসময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।