জাতীয়রাজনীতি

ময়মনসিংহে জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা; রয়েছে নানা উন্নয়নের প্রতিশ্রুতি

বাবলী আকন্দ: ময়মনসিংহে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ময়মনসিংহ -৪ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দলীয় ঐক্যের প্রার্থী মাওঃ কামরুল আহসান এমরুল। ২৪ জানুয়ারি ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনী ইশতেহার পাঠ করা হয়। নির্বাচনী ইশতেহার পাঠ করার পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

নির্বাচনী ইশতেহারে তিনি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু, অবকাঠামো ও যোগাযোগ, কৃষি, পরিবেশ, আইনশৃঙ্খলা, সংস্কৃতিসহ কর্মসংস্থান ও অর্থনৈতিক সেক্টরে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, ইশতেহার কোন কাগুজে প্রতিশ্রুতির তালিকা নয় এটি একটি নৈতিক অঙ্গিকার। ক্ষমতার রাজনীতির পরিবর্তে সেবার রাজনীতি সংস্কৃতির চালু করতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।

 

শিক্ষাক্ষেত্রে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করাসহ ১৮ টি ,কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে সহায়তা প্রদানসহ চরাঞ্চলে কোলস্টোরেজ স্থাপন করাসহ ৪টি, পরিবেশ ও নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্রহ্মপুত্র নদ রক্ষা,নদীরতীর উন্নয়ন ও দখলমুক্তকরাসহ ৪টি,আইনশৃঙ্খলা-সুশাসনের ক্ষেত্রে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করাসহ ৭টি, সংস্কৃতি, ক্রীড়া ও যুব উন্নয়নের ক্ষেত্রে ময়মনসিংহের আবহমানকালের কৃষ্টিকালচার, সাহিত্য, সংস্কৃতির লালন ও প্রসারের উদ্যোগ গ্রহণ করাসহ ৭ টি, স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন করা-সদর হাসপাতাল প্রতিষ্ঠা করাসহ ৯ টি, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ময়মনসিংহ নগরে রেললাইনের দুইপাশে জায়গা অবমুক্ত করে দুইপাশে সড়ক পথ চালুর উদ্যোগ গ্রহন করাসহ ৮ টি,নারী ও শিশুর উন্নয়ন ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন,ইভটিজিং ও সাইবার বুলিং প্রতিরোধে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার চালু করাসহ ৫টি এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ ও প্রশিক্ষণে ব্যবস্থা করাসহ ১০ টি প্রতিশ্রুতি দেয়া হয়।

 

শ্রমিকদের কথা উঠে আসে নি নির্বাচনী ইশতিহারে ,শ্রমিকদের অধিকার নিশ্চিতে আপনাদের পরিকল্পনা কি এমন প্রশ্নে কামরুল হাসান এমরুল কেন্দ্রীয় জামায়াত আমিরের বরাদ দিয়ে তিান জানান, পেশাভিত্তিক ও ট্রেডভিত্তিক যেসকল সংগঠন তাদের দাবিগুলো নিয়ে একদিনও রাস্তায় নামতে হবে না তাদের দাবি দাওয়া আদায়ের জন্য আর যদিও তারা রাস্তায় নামে তবে আমরা তাদের সামনে থেকে তাদের যৌক্তিক দাবির সাথে আন্দোলন করে দাবি আদায় করে দিবো।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, সেক্রেটারী মোজাম্মেল আকন্দ, মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার, সহকারি সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, নেজামে ইসলাম এর জেলা আমীর অধ্যাপক আজিজুল হক, সেক্রেটারী শরীফুল হক,এনসিপির জেলা সমন্বয়ক জসিম উদ্দিন,ডাঃ তরিকুল ইসলাম,খন্দকার আবু হানিফ, আব্দুল বারী, শিবির নেতৃবৃন্দসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ।

 

সংবাদ সম্মেলনের পর ময়মনসিংহ -৪ সদর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দলীয় ঐক্যের প্রার্থী মাওঃ কামরুল আহসান এমরুল নগরীর সিকে ঘোষ রোড ও গাঙ্গিনার পাড় এলাকায় গণসংযোগ করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।