জাতীয়

ঈশ্বরগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে ‘সংঘাত নয় , শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর অডিটরিয়ামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ওয়েভ এর ৩০ জন সদস্য উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার। প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর ও ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও পিএফজির এ্যাম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, পিএফজির এ্যাম্বাসেডর ও সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, পিএফজি সদস্য হাবিবুর রহমান শাহীন ও রীতা রানী দত্ত।