করিমগঞ্জে শান্তি শৃঙ্খলা উন্নয়নে যুবদের নিয়ে কর্মশালা
কিশোরগঞ্জ প্রতিনিধি: “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা ও মতবিনিময় সভা করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ২০ মে অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম এতে প্রধান অতিথি ও সহকারী পরিচালক মো. আতহার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন চন্দ্র দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তাগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়ন, সমাজ উন্নয়নে যুবদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, সমাজ উন্নয়নে সামাজিক সচেতনতা সৃষ্টিকরা সহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
সভাপতির সমাপনী ভাষণে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ, কুসংস্কার দূরীকরণে যুবসমাজের ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।