জাতীয়রাজনীতি

কিশোরগঞ্জে পিআর ও ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি প্রদান

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ প্রতিনিধি :জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেছেন,সরকারের উচিত হবে জনগণের দাবি মেনে নিয়ে দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও তার ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে  বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদানকালে তিনি এ কথা বলেন।

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে স্মারকলিপি পেশ করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী। এর আগে জেলা শহরের বটতলা মোড় থেকে একটি মিছিল বের করে জামায়াত। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত  ছিলেন কিশোরগঞ্জ-০১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম,সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: নূরুদ্দিন, জেলা শিবির সভাপতি হাসান আল মামুনসহ জেলা জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার আর জনগণের ভোটাধিকার আজ প্রশ্নের মুখে। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, কেউ ভয় দেখাবে না, কেউ জোর করে ফল নির্ধারণ করবে না। এজন্য আমরা সরকার ঘোষিত নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও তার ওপর গণভোট আয়োজনসহ আমাদের ৫ দফা দাবি জানিয়েছি।

তিনি বলেন, এই দাবিগুলো শুধু জামায়াতের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য দাবি। কারণ, জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

এ সময় জামায়াতের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।