জাতীয়

গফরগাঁওয়ে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারের প্রশ্নোত্তর প্রতিযোগিতা ও আলোচনা সভা

গফরগাঁও প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগার উদ্যোগে প্রশ্নোত্তর প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার দুপুরে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগার মিলনায়তনে নবিজি (সা.)-এর জীবনের ওপর এই প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে বিশিষ্ট শিক্ষাবিদ ও শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আখতার হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ফাইজুস সালেহীন, কথাসাহিত্যিক ও একুশে টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সমর ইসলামসহ আরো অনেকেই।

আলোচনা সভাশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আকিব খান ও আহমেদ ফয়সাল।