তারাকান্দায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এ কর্মশালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জানা গেছে,বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় ৩য় প্রর্যায় প্রকল্প বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন,ইউএনডিপি,বাংলাদেশ সরকার ও স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজনে কর্মশালায় অংশগ্রহণকারী ইউপি চেয়ারম্যান,গ্রাম আদালত চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন।আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার (এভিসিবি-৩ প্রকল্প, ময়মনসিংহ) আব্দুল্লাহ আল মোজাহিদ। সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর (এভিসিবি-৩ প্রকল্প, তারাকান্দা উপজেলা) মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা গ্রহণ প্রথম স্থান অর্জন করেন তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদ ও দ্বি স্থান অর্জন করেন গালাগাঁও ইউনিয়ন পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী,তারাকান্দা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন ও কামারগাও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হবিকুল ইসলাম হবি।

