জাতীয়রাজনীতি

নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর উঠান বৈঠক :দূর্নীতি ও মাদকমুক্ত নান্দাইল গড়ার প্রত্যয়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে দুর্নীতি, জুয়া ও মাদকমুক্ত একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।  রোববার (১৬ নভেম্বর) নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামে ইউনিয়ন বিএনপি আয়োজিত মহিলা নাগরিকদের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এছাড়া একই দিনে আরও ৩টি উঠান বৈঠকে তিনি অংশগ্রহন করেন।
 ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী আরো বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। ধানের শীষ প্রতীকই আপনাদের উন্নয়ন, আপনাদের নিজেদের ভাগ্য উন্নয়ন, সন্তানদের ভবিষ্যৎ, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং সমাজের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম।” তিনি বলেন, “আমি আপনাদের স্বপ্নের নান্দাইল গড়তে এসেছি। তাই নান্দাইলকে দুর্নীতি, জুয়া ও মাদকমুক্ত একটি উন্নত নান্দাইল হিসেবে প্রতিষ্ঠা করতে আপনাদের মূল্যবান ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করতে হবে। আমি নান্দাইল থেকে কিছু নিতে আসিনি, আমি প্রতিষ্ঠিত হয়েই নান্দাইলে এসেছি আপনাদের কিছু দিতে। আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন, আর উন্নয়নের দায়িত্ব আমার।”
এছাড়া তিনি আরো বলেন, “ধানের শীষ মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই মার্কা দেশ নায়ক তারেক রহমানের। এই মার্কা আপনাদের। তাই ধানের শীষ মার্কায় আপনারা ব্যাপক প্রচারণা চালিয়ে এটিকে জয়যুক্ত করুন।”
এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বাবলু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির,পৌর বিএনপি’র সদস্য সচিব  রফিকুজ্জামান ভূঁইয়া মনির,এম আলমগীর সরকার যুবদল নেতা মো. কামরুজ্জামান রাসেল, সাবেক ছাত্রদল নেতা শাকিল মাহমুদ সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি সমর্থিত সাধারণ জনগণ ও মহিলা ভোটারগণ উপস্থিত ছিলেন।।