জাতীয়রাজনীতি

নান্দাইলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ-দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের নান্দাইলে গণ-দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবু পল্লবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।

বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। আজ আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসে বিরল।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মাওলানা আব্দুল হালিমের পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।