অন্যান্য

পুড়ে যাওয়া ফুল – সূবর্ণা পলি দ্রং

বুকের ভেতর পাথর ভারী
আর্দ্র হৃদয় কূল
চোখের মাঝে ভাসছে কেবল
পুড়ে যাওয়া ফুল।
ফুলগুলো যে প্রিয় সবার
ছিল চোখের মনি
মানিক-রতন  হীরে-পান্না
তার চেয়েও ভীষণ দামি।
ফুলগুলো সব ক্লাশের ভেতর
ছিল আনন্দে মশগুল
বাজবে ঘন্টা, হবে ছুটি
খুঁজবে মায়ের কোল।
জানত কী কেউ ঠিক তখনি
ভয়ালরুপে দৈত্য-দানব
আসবে নিয়ে আগুন পাখি
ছুটবে নিয়ে সব।
লিখতে গিয়ে থমকে থাকি
চোখে অশ্রু জল
ক্যামন করে ভুলব তোদের
সূর্যেমুখীর দল!