‘প্রকৃত বাক-স্বাধীনতার নিশ্চয়তা একমাত্র ইসলামে’ –ময়মনসিংহে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠকে রিয়াদুল হাসান
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো ময়মনসিংহেও হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় নগরীর ধানসিঁড়ি রেস্টুরেন্টে জেলা শাখার আয়োজনে এ বৈঠক হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুব আলম মাহফুজ।
প্রবন্ধে বক্তারা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন। তারা বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। মানবসৃষ্ট কোনো মতবাদ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে।”
বক্তারা আরও বলেন, আল্লাহর দেওয়া নীতিমালার ভিত্তিতেই প্রকৃত বাক-স্বাধীনতা ও স্বচ্ছ গণমাধ্যমের নিশ্চয়তা সম্ভব। মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য ও গোয়েন্দাগিরি ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ; তাই সত্য যাচাই করে তথ্য প্রচার করাই গণমাধ্যমের মূল দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন টিভির জেলা প্রতিনিধি আইয়ুব আলী, চ্যানেল আই’র সাংবাদিক শেখ মহি উদ্দিন, যমুনা টিভির হোসাইন সাহিদ, গ্লোবাল টিভির রিপন গোয়ালা অভি, এসএ টিভির আওলাদ রুবেল, ডিবিসি নিউজের ইমরান হাসান, আর টিভির বিপ্লব বশাক, সমকালের তানভীর হোসাইন, প্রথম আলোর মোস্তাফিজুর রহমান, মানব জমিনের মতিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বিভাগীয় সাধারণ সম্পাদক মোর্শেদ খান, জেলা সভাপতি বাচ্চু মিয়া, নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর লিখিত প্রস্তাবনা জমা দেয় সংগঠনটি। এরপর থেকেই সারাদেশে সভা-সমাবেশ ও সেমিনারের মাধ্যমে বিষয়টি প্রচার করছে হেযবুত তওহীদ।