বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্হা, ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস পালন
শহর প্রতিনিধি ঃ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্হা, ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মোমবাতি প্রজ্বলন করে সকল শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্ত আলোচনা ময়মনসিংহ লোককৃষ্টি সংগঠন কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্হা, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এস এম মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি এডভোকেট আবুল কাশেম, জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সারওয়ার জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্হা, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান আরজু। উপস্থিত ছিলেন ময়মনসিংহ একাডেমি অব ফাইন আর্টস এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হক লেলিন, নৃত্যগ্রাম ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক মানস তালুকদার, স্বভূমি সাংস্কৃতিক সংস্থার পরিচালক সাজু আহমেদ, নৃত্য প্রশিক্ষক মিল্টন, নৃত্যনয়নের সভাপতি নয়ন মাহমুদ, ওস্তাদ ইউনূস আহমেদ স্মৃতি নৃত্যালয়ের প্রশিক্ষক শিবলু আহমেদ, নিথুয়া একাডেমির সভাপতি বাবলী আকন্দ, নৃত্যশিল্পী অন্তি, রুমিসহ সকল নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, কোরিওগ্রাফার ও নৃত্য সংগঠকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি ও নৃত্য প্রশিক্ষক মিজানুর রহমান মিজান।
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
Just want to say your article is as astounding. The clearness
in your post is simply cool and i can assume you’re an expert on this subject.
Well with your permission allow me to grab your ffeed to keep up to date
with forthcoming post. Thanks a million and please
carry on the gratifying work. https://glassiindia.Wordpress.com/