ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত স্থগিত
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিনের রুকনিয়াত (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। সম্প্রতি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা সেক্রেটারির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অধ্যাপক জসিম উদ্দিন দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, আদর্শ ও একাগ্রতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি হন। সংগঠন পরিচালনায় দক্ষতা ও ত্যাগের কারণে তিনি দ্রুত নেতৃত্বের শীর্ষে উঠে আসেন।
দলীয় মনোনয়নে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনৈতিক যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ধাপে ধাপে তিনি জেলা জামায়াতের সেক্রেটারি এবং সর্বশেষ টানা ১৮ বছর আমীরের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে তাকে নানা ত্যাগ ও নিপীড়ন সহ্য করতে হয়েছে। বারবার পুলিশি নির্যাতন, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন তিনি। বিশেষ করে জেলা আমীর হিসেবে দায়িত্বকালীন সময়ে ষড়যন্ত্র ও চাপের মুখোমুখি হতে হয়েছে সবচেয়ে বেশি।
তার রুকনিয়াত পদ স্থগিত হওয়ার ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি সংগঠনিক সিদ্ধান্ত নয়; বরং এর প্রভাব ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে পড়তে পারে।
তবুও সততা ও আদর্শে অটল থাকার কারণে অধ্যাপক জসিম উদ্দিন আজও অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন।