অন্যান্যজাতীয়বিজ্ঞান ও প্রযুক্তি

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের নিয়ে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে ‘ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা;প্রতিরোধ ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ১২ নভেম্বর বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে দীঘারকান্দা শাপলা ট্রেনিং সেন্টারে তা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। তিনি বলেন, TFGBV তথা নতুন নতুন বিষয় সম্পর্কে সাংবাদিকদের নিজেদের জানতে হবে এবং সকলকে জানানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ভুলতথ্য, অপতথ্য কঠিন হাতে দমন এবং মিডিয়ার সক্রিয় ও সঠিক তথ্য প্রবাহের নিশ্চয়তাই পারে সত্যের জয় নিশ্চিত করতে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা দীন মোহাম্মদ দীনু।

স্বাগত বক্তব্য দেন নিষ্ঠা উন্নয়ন সংঘ এর নির্বাহী পরিচালক ও বিএনএনআরসি’র জেলা ফোকাল পারসন স্বাধীন চৌধুরী। মূল প্রবন্ধে তিনি ময়মনসিংহ জেলা তথা সহিংসতার ব্যাপকতা ও আইনি প্রতিক্রিয়ার সীমাবদ্ধতা, তথ্য ও ব্যবস্থাপনার ঘাটতি, আদালত, পুলিশ ও এনজিওর মধ্যে সমন্বিত ডিজিটাল কেস-রেজিস্ট্রি না থাকা এবং নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকার বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেন। প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টশন তুলে ধরেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।

বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (TFGBV): ধারণা, ধরন, নেতিবাচক প্রভাব, ডিজিটাল ডেভেলপমেন্ট ও এর ধারণা, কাক্সিক্ষত ফলাফল ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় ময়মনসিংহ জেলার ৩০জন গণমাধ্যম পেশাজীবী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য বিএনএনআরসি বাস্তবায়ন করছে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পটি। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ।