ময়মনসিংহে জাতীয় ছাত্রদলের জেলা কমিটি গঠিত; সভাপতি তানজিদ হাসান,সাঃসম্পাদক শরীফা ও সাংগঠনিক সম্পাদক ইভান
ময়মনসিংহে জাতীয় ছাত্রদলের পুনর্মিলনী ও কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়। গত ৫ সেপ্টেম্বর শুক্রবার ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে সংগঠনটির জেলা সভাপতি তানজিদ হাসানের সভাপতিত্বে তা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর নেত্রকোনা জেলা কমিটির আহবায়ক মাষ্টার মতিউর রহমান।
মাহমুদা আক্তার শরীফা এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আরজু,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী,ময়মনসিংহ জেলার সভাপতি এড হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন,জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহনাজ বেগম, সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস,সহসভাপতি আমীর হামজা, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান কাশেম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ময়মনসিংহ জেলার আহবায়ক মাহবুব রব্বানী, গফরগাঁও উপজেলার কৃষক সংগ্রাম সমিতির নেতা মনিরুজ্জামান, গণতান্ত্রিক মহিলা সমিতির ময়মনসিংহ জেলার আহবায়ক বাবলী আকন্দ, মুক্তাগাছা ট্রেড ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া প্রমুখ।
এ সময় বক্তাগণ বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত জাতীয় ছাত্রদল বিভিন্ন স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব প্রদান করে চলেছে। ৫২ বছর ধরে সংগঠনটি সাম্রাজবাদ,সামন্তবাদ,আমলা দালাল পুঁজির বিরুদ্ধে লড়াই সংগ্রামে দৃঢ ভূমিকা পালন করছে। এদেশে শাসক গোষ্ঠীদের তৈরী ব্যবস্থায় এদেশের শ্রমিক কৃষক,মেহনতী মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নি। বরং সাম্রাজ্যবাদীদের পরিকল্পনায় দালালদের মাধ্যমে এদেশ থেকে সব লুটপাট করা হয়েছে। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ডামাডোল বাজিয়ে নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরী করে মানুষের চিন্তার মোড় ঘুরিয়ে দেয়া হচ্ছে,শিক্ষার্থীদের ব্যস্ত করে রাখা হয়েছে। এদিকে চট্টগ্রামের নিউমুরিং বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে এরা লিপ্ত। মিয়ানমারে মানবিক করিডর প্রদানের নামে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে সম্পৃক্ত করার বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে তানজিদ হাসানকে সভাপতি, মাহমুদা আক্তার শরীফাকে সাধারণ সম্পাদক এবং মনোয়ার হোসেন ইভানকে সাংগঠনিক সম্পাদক করে ময়মনসিংহ জেলা কমিটি গঠিত হয়। এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।প্রেস বিজ্ঞপ্তি