ময়মনসিংহে জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজের বাসায় চুরি
শহর প্রতিনিধি: ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়া এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাসায় ঢুকে তালা ভেঙে নগদ ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১০টি শাড়ি নিয়ে গেছে চোর। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিচারক বাসা থেকে বের হওয়ার পরপরই চোর চক্র দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে চুরি করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, চুরির পর স্পেশাল জজের বাসার বাবুর্চি এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, মামলার প্রস্তুতি চলছে এবং ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই চোরচক্রকে আইনের আওতায় আনা হবে।
এদিকে বিচারকের বাসায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরি প্রতিরোধে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।