জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

হালুয়াঘাটে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

 মোঃ বাবুল হোসেন: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়  আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ৩০০ আসন বিশিষ্ট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলিনূর খান । এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান হারুন, স্বাস্থ্য ও প প কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পন্ডিত, আনসার ও ভিডিবি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান সফিক, ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, সেনাসদস্য প্রতিনিধি,উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, মহিলা নেত্রী হোসনে আরা নিলু, পুজা  উদযাপন পরিষদের সভাপতি দেবতুষ সরকার ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা সহ অনেকে। প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি সম্পাদকসহ প্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে এবার হালুয়াঘাটে মোট ৫৭টি পুজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে।