অন্যান্যরাজনীতি

হালুয়াঘাটে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আয়োজনে গণদোয়া 

হালুয়াঘাট প্রতিনিধি: সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায়  ময়মনসিংহে এক আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সারেহ প্রিন্সের আয়োজনে এক গণদোয়ার আয়োজন করা হয়।  ১২ই ডিসেম্বর বিকেলে হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ মাঠে গণদোয়া অনুষ্ঠিত হয়।
গণদোয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১ আসনের প্রায় সকল প্রার্থীগণ এই গণদোয়ায় অংশগ্রহণ করে বেগম জিয়ার সুস্থতা কামনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।