হালুয়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের নির্সবাচনী সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স
মোঃ বাবুল হোসেন,হালুয়াঘাট প্রতিনিধি -বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ২৭ জানুয়ারি দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল বাজারে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের আয়োজনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে বিএনপি সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপদ বাংলাদেশ উপহার দেবে। বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণের দল নয় বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের দল এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল।
তিনি বলেন, বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না। বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না। সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি কাজ করবে। বিএনপির নীতি হলো— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী।
সমাবেশে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অরছনা রানী দাস, গৌরাঙ্গ চন্দ্র, নীলু রবি দাস ও রবীন্দ্র চন্দ্র বরমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব বাহিরশিমুল বাজারে স্থানীয় ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ আজ বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সাথে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

