জাতীয়রাজনীতি

আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনতার কাতারে মিশতে হবে- মাহমুদুল হক রুবেল

শেরপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এমপি বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে চাইলে, ঘরে বসে থাকা চলবেনা, দলের প্রতিটা নেতাকর্মীদের বিভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে জনতার কাতারে মিশতে হবে। মনে রাখতে হবে, বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করেই জনতার রায় নিয়ে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে।
মাহমুদুল হক রুবেল ১৭ নভেম্বর সন্ধ্য়ায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরামর্শ মূলক মতবিনিময় সভা এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক  আঃ মান্নান ও কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি, র্বতমান চেয়ারম্যান আতাউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় দলের অন্যান্য নেতারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার জন্য একাত্মতা প্রকাশ করেন।