সাহিত্য ও দর্শন

আমার মা —ইসরাত জাহান জুঁই

আমার মা
—ইসরাত জাহান জুঁই

আমার মায়ের রঙিন আঁচল
সদাই থাকে উজ্জ্বল
মায়ের আঁচলে মুখটি লুকাই
স্নেহের দৃষ্টিতে মা যে তাকায়৷

আমার মায়ের মিষ্টি হাসি
দেখতে আমি ভালোবাসি
মা যে আমার নয়ন মনি
অমূল্য এক হিরা-খনি৷

আমার মায়ের উষ্ণ ছোঁয়া
পৃথিবীর সর্বশ্রেষ্ট দোয়া
পাখির নীড়ের মত করে
মা যে আমায় রাখে ধরে৷

আমার মায়ের চরণধূলি
যায় যে আমার ভাগ্য খুলি
মা পাশে থাকলে হায়
আমি সবই ভুলে যাই৷

আমার মা আমার আসল ঠিকানা
মাকে কখনোই ভুলা সম্ভব না
মা আমার সকল সুখ
মুহূর্তে ভুলায় সব দুঃখ৷

2 thoughts on “আমার মা —ইসরাত জাহান জুঁই

  • Great info and right to the point. I don’t know
    if this is really the best place to ask but do you guys have any ideea where to hire some professional writers?
    Thanks 🙂

  • You have remarked very interesting details! ps decent site.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *