জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

ইটনায় শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ই সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভার আয়োজন করা হয়।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোনতাসির হাসান খান, ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ জাফর ইকবাল, ইটনা উপজেলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার তৌফিক, ইটনা উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, ইটনা উপজেলা জামায়াতে আমির হাফেজ আবুল হোসাইন, ইটনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাজমুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন ইটনা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাবেদ পাঠান, মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, জনস¦াস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাহিনুর আলম, পূজা উৎযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দল, এলাকার গণ্যমান্য ব্যক্তি, উপজেলার বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ।

এ বছর ইটনা উপজেলায় ২৯ টি মন্ডপে পূজা উৎযাপন করা হবে। সে লক্ষ্যে শান্তিপূর্ণ ভাবে পূজা উৎযাপন করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।