ময়মনসিংহে কমরেড আবদুল হক’র ২৮তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

মহান বিপ্লবী কমরেড আবদুল হক’র ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ময়মনসিংহ জেলার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ২২ ডিসেম্বর বিকাল ৪টায় স্থানীয় মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ফ্রন্টের জেলা সভাপতি মাহতাব হোসেন আরজু’র সভাপতিত্বে স্মরণ সভার শুরুতে এনডিএফ জেলা কমিটি কর্তৃক কমরেড আবদুল হকের রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ডের উপর প্রবন্ধ পাঠ করা হয়। পরে স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সেক্রেটারি তফাজ্জল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা আহবায়ক বাবলী আকন্দ,বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রিয় সদস্য মনোয়ার হোসেন ইভান। স্মরণ সভাটি পরিচালনা করেন এনডিএফ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।

স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে পরিণত করার বিপদ ক্রমেই বাড়ছে। প্রচলিত প্রহসনের এ নির্বাচনী প্রক্রিয়া দেশের জনগণকে এ বিপদ থেকে মুক্ত করতে পারবে না। সাম্রাজ্যবাদের আশীর্বাদ নিয়ে এ নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী জোট বা বিএনপি জোট বা প্রতিক্রিয়াশীল যে কোন রাজনৈতিক দল যে কেউ ক্ষমতায় আসুক, এরা সকলেই জনগণের উপর শোষণ-নির্যাতন ও স্বৈরতন্ত্র বৃদ্ধি করাসহ বিশ্বযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেশকে ব্যবহার করবে। তাই সাম্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধ এবং তাতে বাংলাদেশকে সম্পৃক্ত করার বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। স্বৈরতান্ত্রিক পালাবদলের প্রহসনের এই নির্বাচনী প্রক্রিয়ার বদলে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হতে হবে। এ ক্ষেত্রে কমরেড আবদুল হকের বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে অকুতোভয় সাহসী হয়ে সত্যের পথে ইস্পাত দৃঢ় ভূমিকা নিয়ে অগ্রসর হতে হবে। প্রেসবিজ্ঞপ্তি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *