কিশোরগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী বিষয়ক স্পেশালাইজেশন হাসপাতাল প্রতিষ্ঠার দাবি
আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে ৩২ তম আন্তর্জাতিক ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় আলোচনাসভা ও র্যালি বের করা হয়। রবিবার সকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কমপ্লেক্সে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা:মাহবুবুর রহমান,কিশোরগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো.মহসিন খান।
সমাজকর্মী মোঃ কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শহীদুল্লাহ, শাহনাজ পারভীন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী,প্রবেশন অফিসার মহসিন, প্রতিবন্ধী নেতা ইবরাহীম, শাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবী সংস্থা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, রেজাউল হাসনাত নাহিদ প্রমুখ। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিবন্ধীগণ, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রস্তাবনা করা হয় কিশোরগঞ্জে প্রতিবন্ধী বিষয়ক স্পেশালাইজেশন হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এছাড়াও জানানো হয় জেলার ৬৮ হাজার জন প্রতিবন্ধীদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়। বক্তারা প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ, সামাজিকভাবে প্রতিবন্ধীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং প্রতিবন্ধীদের কল্যাণে সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে জেলার প্রতিবন্ধী প্রতিভাময়ী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
Really. Great blog. Looking forward to reading more. Read more.
Looking forward to read more. Great blog. Really looking forward to reading more.
Aw, this was an extremely nice post. Taking a
few minutes and actual effort to produce a superb
article… but what can I say… I hesitate a whole lot
and don’t manage to get anything done. https://glassi-info.blogspot.com/2025/08/deposits-and-withdrawals-methods-in.html
hello!,I love your writing so much! proportion we keep up a correspondence more approximately yor post on AOL?
I need a specialist inn this space to resolve my problem.
May bee that’s you! Having a look ahead to see you. https://Empowerhunt.com/employer/tonebet-casino/