জেলহত্যা দিবসে ফুলবাড়িয়ায় আলোচনা সভায় এড আব্দুর রাজ্জাক
আল এমরান: ৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখা ব্যাপক কর্মসূচি পালন করেছে। শুক্রবার বিকালে ফুলবাড়িয়া পৌরসভা প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে বিকেল ৩ টায় উপস্থিতি এবং কালো ব্যাজ ধারণ, সাড়ে তিনটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বিকাল ৪টায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, এডভোকেট আবুল কাশেম মুছা, অধ্যাপক আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিঃ লুইস সুপ্রভাত জেংচাম,
সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, সদস্য জিনাত রেহানা ইলোরা, রাকেশ মল্লিক,
ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল মাহমুদ সরকার, রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান দুলাল, কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঈমান আলী মাস্টার, দেওখোলার আহবায়ক এম এ হান্নান, রাঙ্গামাটিয়ার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বাক্তার সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল, কুশমাইলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, নাওগাওয়ের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম জামেল, তাতীলীগের আহবায়ক চান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজন রতন দে প্রমুখ।
কর্মসূচীতে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।