জাতীয়রাজনীতি

তারেক রহমান দ্রুত দেশে আসবেন এবং জেলায় জেলায় সফর করবেন- রাজিব আহসান 

মেহেদী হাসান পাপুল, শেরপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, সংগঠনকে শক্তিশালী করা ছাড়া কোন বিকল্প নেই। সংগঠন শক্তিশালী না থাকলে কারোরই মূল্যায়ন থাকবেনা। তিনি বলেন দ্রুতই তারেক রহমান দেশে ফিরে আসবেন। জেলায় জেলায় সফর করবেন। আমরা যেন তাকে বিজয়ের বেশেবরণ করতে পারি।
তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগন বিরক্ত হয় বা কষ্ট এমন কাজ করা যাবেনা। কেউ এ ধরনের কাজ করলে তাদের স্থান বিএনপিতে হবে না। ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর জেলা শাখার এক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেরপুর জেলা শহরের মাধবপুর শপ্নিল কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা আহ্বায়ক মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি, ইয়াছিন আলী, সহসভাপতি সফি উদ্দিন আহমদ সেন্টু,  যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান সজিব,  সহ মহিলা সম্পাদক পারভেছুন্নাহার নিপুসহ আরো অনেকে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের কমিটি পুনর্গঠনসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়।