ত্রিশালে ভূমি ও গৃহহীনদের ঈদ উপহার দিলেন ইউএনও
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ময়মনসিংহের ত্রিশালে ভূমিহীন ও গৃহীন ১৫৩ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ১৫৩ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এ চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন।
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনরা প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী আমাদের জমি দিয়েছেন, থাকার ঘরও করে দিয়েছেন। আবার ঈদ আসছে উপহারও দিলেন। আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি আল্লাহ তাকে অনেকদিন বাঁচিয়ে রাখুন।