থানার সামনের বিল্ডিং এ দিনের বেলায় দুর্ধর্ষ চুরি
পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার পূর্বধলা থানার (সামনেই) নয়াপাড়া এলাকায় শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল ফকির এর নির্মাণাধীন বিল্ডিংয়ে ৪ মে দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে।
অভিযোগে লেখা হয়েছে, ১০ টি ড্রাম ট্রাকের চাকা যার মূল্য প্রায় ০৪ লাখ ২০ হাজার টাকা, ৬টি পুরাতন চাকা যার মূল্য ০১ লক্ষ্য ২০ হাজার টাকা ,১৫ টি ড্রাম ট্রাকের হুইল যার মূল্য ০১ লক্ষ্য ৭০ হাজার টাকা, ০৬টন রড যার মূল্য ৫ লক্ষ্য ৮৫হাজার টাকা, ৩৫০ বস্তা সিমেন্ট যার মূল্য ০১ লক্ষ্য ৮২ হাজার টাকা, ১ হাজার ৫ পাঁচ শত ইট যাহার মূল্য ১৬ হাজার ৫শত টাকা, উক্ত মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় মাজহারুল ইসলাম সোহেল ফকির এর বড় ভাই মতিউর রহমান অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে মাজহারুল ইসলাম সোহেলের ভাই মতিউর রহমান উল্লেখ করেন,বিল্ডিংয়ের নৈশ প্রহরী ০৩/০৫/২০২৫ সন্ধ্যা ৬ঘটিকা হইতে ০৪/০৫/২০২৫ইং সকাল ৮ঘটিকা পর্যন্ত এই বিল্ডিংয়ে ছিল। একই দিনে নৈশ প্রহরী মোঃ আঃ রাজ্জাক( ৬০) পিতাঃ মৃত সৈয়দ আলী ফকির আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় বিল্ডিংয়ে আসিয়া দেখে উক্ত বিল্ডিংয়ের উত্তর পাশের গেইট পুরোটাই খোলা এবং উপরোক্ত মালামাল নাই। তখন পাশের বিল্ডিংয়ে কর্মরত রাজমিস্ত্রীদের জিজ্ঞাসা করিলে তারা জানায় উক্ত ইং ০৪/০৫/২০২৫তারিখ বিকাল আনুমানিক ০৩:০০ঘটিকায় অজ্ঞাতনামা ৫/৬ জন ফুল প্যান্ট ও টি-শার্ট পরিহিত ২৫-৩০বছর বয়সের লোক বিল্ডিংয়ের নিচ তলার উত্তর পাশের টিনের অস্থায়ী গেইটটি খুলিয়া ভিতরে প্রবেশ করে,প্রবেশ করার সময় তাদের জিজ্ঞেসা করিলে তারা বলে আমরা মালিকের চাচাত ভাই। এই বলে উল্লেখিত ১৫ লক্ষ টাকার মালামাল চুরি করিয়া নিয়ে যায়।
সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া মালামালের সন্ধান পাওয়া যায়নি।পাশেই লাগানো থানার সিসি টিভি ফুটেজ পরীক্ষা করলে চোরদের সনাক্ত করা সম্ভব হতে পারে বলে তিনি ধারণা করছেন।
প্রশাসনের নাকের ডগায় দিনেদুপুরে এই চুরির ঘটনায় পার্শ্ববর্তী দোকানদার ও স্থানীয় জনগণ উদ্বেগ প্রকাশ করেছেন।
এই বিষয়ে নেত্রকোণা জেলা সদর সার্কেল সজল কুমার ফোনালাপে বলেন, বিষয়টি আমি এখনও শুনিনি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।