নিজ এলাকায় সংবর্ধিত হলেন শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান
স্টাফ রিপোর্টার ঃ সকাল থেকে নেতাকর্মীদের অপেক্ষা। নতুন পরিচয়ে আসবেন এলাকার সন্তান। যিনি ছাত্রলীগ হয়ে এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তাইতো শত শত নেতাকর্মীর ফুল হাতে অপেক্ষা শুরু সকাল থেকে।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের সন্তান খলিলুর রহমান আসলেন নিজ মাতৃভূমিতে নিলেন অভিনন্দন-শুভেচ্ছা। হলেন সংবর্ধিত।
এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান ধ্বনিতে গোটা এলাকা মুখরিত করে তোলেন।
প্রথমে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সাধারন সম্পাদক সোবায়েল আহমেদ খান,সহ-সভাপতি রাকিব আহমেদ রাজিব,মীর ছোটনের নেতৃত্বে জেলা ছাত্রলীগ তাকে অভ্যার্থনা জানায়।
তারপর বিকাল ৪ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান, ৪:৩০ মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, ৫ টায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ৫:৩০ জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সজল, এবং ৮ টায় নেত্রকোনা সদরের এমপি আশরাফ আলী খান খসরু এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খলিলুর রহমান।
পরে হাজারো নেতাকর্মী-সমর্থক শত শত মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে সংবর্ধিত নেতা খলিলুর রহমানকে নিয়ে কেন্দুয়া উপজেলার উদ্দেশে রওনা হয়।
এ সময় কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক এখতিয়ার, যুগ্ন-আহবায়ক আওয়াল মিয়া, আনোয়ার হোসেন, মাহবুব আলম, শাফিম আহমেদ, মেহেদী, কেন্দুয়া পৌর ছাত্রলীগ ও কেন্দুয়া সরকারী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ অভ্যার্থনা জানায় তার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিক নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করেন ছাত্রলীগের এই নেতা।
পরবর্তীতে কেন্দুয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি এনামূল হক ভূইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়াল মিয়ার একমাত্র ছেলে। তিনি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
h48udp
Good information. Lucky me I ran across your blog byy chance (stumbleupon).
I’ve bookmarked it for later! https://glassiuk.wordpress.com
Great goods from you, man. I’ve understand your stuff previous to aand you are just too excellent.
I really like what you have got right here, certainly like what you’re stating and the best way by which you are saying
it. You’re making it enjoyable and you still take care of to
keep it smart. I can’t wait to read far more from you.
That is actually a terrific web site. https://www.canadiannewcomerjobs.ca/companies/tonybet/