জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

নেই মঞ্চ, নেই দর্শক, নেই ঘটা করে আয়োজন তবুও চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ।

নেই মঞ্চ, নেই দর্শক, নেই ঘটা করে আয়োজন
তবুও চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ।

বাবলী আকন্দ: চলছে বিজয়ের মাস! ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাক হানাদার বাহিনীর হাত হতে মুক্তি পেয়ে বাংলাদেশ বিজয় লাভ করে। ময়মনসিংহের মুক্ত দিবস ১০ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে ময়মনসিংহের ছোট বাজারে গত ১০ ডিসেম্বর হতে সহযোদ্ধাদের সাথে নিয়ে “মুক্ত দিবস “পালন করছেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। নেই মঞ্চ, নেই দর্শক, নেই ঘটা করে আয়োজন। তবুও চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও ছিলো এ স্মৃতিচারণ। যেখানে উঠে এসেছে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে যাওয়ার ঘটনা,যুদ্ধের বিভীষিকাময় যন্ত্রণার কথা।

 

গত ১০ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা বিমল পাল এঁর সহযোদ্ধা হিসেবে স্মৃতিচারণে এসেছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ১১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা এড আব্দুল ওয়াদুদ, ১২ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা শ্রীধাম সরকার, ১৩ ডিসেম্বর ফুলবাড়ীয়া থেকে বীর মুক্তিযোদ্ধা হাফেজ আবুল হাশেম মোল্লা ও ১৪ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। জানা যায়, ময়মনসিংহের ছোট বাজার মুক্তিযোদ্ধা সরণি ইতিহাসের স্বাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে ইসলামি ব্যাংকের নিচে যে কুয়ো ছিলো (যদিও এটা নিয়ে বিতর্ক আছে) সেখানে পাকিস্তানি হানাদারবাহিনীর হিং¯্রতার মধ্য দিয়ে হত্যার শিকার হয়েছে নারী শিশু ও পুরুষ। ফলে এ জায়গাটি বধ্যভূমি হিসেবে খ্যাত।

 

বিগত সময়গুলোতে এখানে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে সপ্তাহব্যাপী আলোচনাসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো দেশাত্ববোধক গান,নাচ,আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় মুখরিত করে রাখতো। গত ১০ ডিসেম্বর ছোটবাজারে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে পতাকা উত্তোলন ও র‌্যালীর মধ্য দিয়ে মুক্ত দিবস পালন করা হয়। এরপর থেকে এখানে তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি। ফলে বীর মুক্তিযোদ্ধা বিমল পাল নিজেই হ্যান্ডমাইক হাতে নিয়ে নতুন প্রজন্মকে জানান দিতে নিজের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শুরু করেন ছোটবাজার বধ্যভূমি সংলগ্ন এ জায়গাটিতে।

 

পরবর্তীতে তাঁকে তাঁর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণসহ সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক, আসলাম, আবুল মনসুর প্রমুখ। সাত দিনব্যাপী এ “মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ” চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।