অন্যান্য

ভালুকায় ভারতীয় শাড়ীসহ আটক দুই

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ২২শ ৪১ পিস ভারতীয় শাড়ি সহ দুই জন কে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ।

শনিবার (১২ই আগষ্ট) রাতে চেকপোস্ট বসিয়ে ভালুকার গফরগাঁও সড়ক থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি কাভার্ড ভ্যানসহ ৫২ টি বস্তায় মোট ২২শ ৪১ পিস ইন্ডিয়ান শাড়ী জব্দ করা হয়। তারা ভারতীয় শাড়ী গুলো চোরাই পথে এনে শহরে নিয়ে আবদুল্লাহ নামে এক ব্যবসায়ীর নিকট বিক্রি করতো। আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা এলাকার আক্কাস আলীর ছেলে স্বপন (২৪) ও মদন উপজেলার নুরুল ইসলামের ছেলে আব্দুল কাইয়ুম (৪২)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপু চক্রবর্তী তার সঙ্গীয় ফোর্স চেকপোস্ট বসিয়ে ভালুকার গফরগাঁও সড়ক থেকে তাদের আটক করেন।

রবিবার সকালে আটককৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *