মদনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী মদন ইউনিয়ন
আব্দুল আওয়াল, মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনাল ম্যাচে মদন ইউনিয়ন একাদশ বিজয়ী হয়েছে। সোমবার বিকেলে সরকারি জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ৭ নং নায়েকপুর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে মদন ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।
গত (২৮ মে) সারা দেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, বালক(অনুর্ধ্ব-১৭) ২০২১ এর উদ্ধোধন করা হয়। পৌরসভাসহ ৯ টি দল খেলায় অংশ গ্রহণ করে মদন সদর ইউনিয়ন একাদশ ও নায়েকপুর ইউয়িন একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। নূরুল গণি গোলাপ খেলাটি পরিচালনা করেন। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ প্রমূখ। শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।