অন্যান্য

সাম্প্রদায়িকতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকুক প্রতিপাদ্যে ময়মনসিংহে মানব বন্ধন

শহর প্রতিনিধি ঃ ‘সাম্প্রদায়িকতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই’ ও সাম্প্রদায়িকতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকুক এই শ্লোগানকে সামনে রেখে সম্মিলিত সামাজিক আন্দোলন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে আজ ২৪ সেপ্টেম্বর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়া উদ্দিন আহমেদ। এসময় আবৃত্তি ও গানের মধ্য দিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী, বিদ্রোহী নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আজহার হাবলু, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ও কবি আমজাদ দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলনের মহিলা বিষয়ক সম্পাদক ও কবি অহনা নাসরিন, সাংস্কৃতিক কর্মী সুপ্রিয় বণিক, আবৃত্তি শিল্পী আমজাদ শ্রাবণ, সারগাম শিল্পীগোষ্ঠীর আপেল মাহমুদ, প্রমুখ। উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে নানান ধর্মের, বর্ণের, জাতি গোষ্ঠী মিলেমিশে বসবাস করে। তবে একটি গোষ্ঠী নানান সময়ে বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খল সৃষ্টি করার পাঁয়তারা করে। যার ফলে মানুষে মানুষে হানাহানি, রক্তারক্তি হয়। কিন্তু বাংলাদেশ সম্প্রীতির দেশ হিসেবে এখানে এ ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি করা কাম্য নয়। আসন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোন প্রকার আঘাত না আসে সে বিষয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন বক্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *