আমিও জিততে চাই” নাগরিক প্রত্যাশায় ময়মনসিংহে এমএএফের উদ্যোগে তারুণ্যের মেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বিভাগীয় নগরী ময়মনসিংহে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের (এমএএফ) উদ্যোগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় ১৯ ডিসেম্বর দিনব্যাপী নগরীর গ্রীন পয়েন্ট কনভেনশন সেন্টারে ” আমিও জিততে চাই ” নাগরিক প্রত্যাশায় তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়।
দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যসমূহ তরুণরা কিভাবে দেখছেন এবং সমাধানে তাদের পরামর্শ কি কি এসব নিয়েই ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংস্থার শতাধিক তরুণের সক্রিয় অংশগ্রহণে আমিও জিততে চাই শীর্ষক তারুণ্যের মেলায় তরুণরা তিনটি বিষয়ে তাদের প্রত্যাশার উপর গুরুত্ব দিয়েছেন- তা হলো তরুণদের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও সহজে স্বাস্থ্যসেবা প্রাপ্তি।
কর্মসংস্থান বিষয়ে তরুণদের চাওয়া হলো আরো অধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, তরুণ ও নারী উদ্যোক্তাদের সহজে ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও সহজ শর্তে ঋনদান সহ অন্যান্য সেবাপ্রাপ্তির পথ সুগম করা।
স্বাস্থ্য সেবায় সরকারি সুবিধা বাড়ানো ও সহজগম্যতার উপরও গুরুত্ব দিয়েছেন তরুণরা। এছাড়া যানজটমুক্ত শহর, হাটা চলার জন্য উন্মুক্ত ফুটপাত বিশেষ করে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে বারবার।
সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আরো বেশী করে সম্পৃক্ত করা প্রয়োজন বলে দাবী জানান তারা।
আমিও জিততে চাই শীর্ষক তারুণ্যের তারুণ্যের মেলায় নাগরিক সমস্যা নিয়ে মঞ্চ নাটক, সংসদীয় বিতর্ক,কুইজ প্রতিযোগিতা, তরুণদের প্রত্যাশস শীর্ষক পোস্টার প্রদর্শনী, ভিডিও বার্তা তৈরি প্রতিযোগিতা সহ দিনভর ছিলো নানা আয়োজন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তারুণ্যের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম ( এমএএফ), ময়মনসিংহ, ময়মনসিংহ ডিবেটিং সোসাইটি, টিআইবি, সনাক ইয়েস গ্রুপ, অন্যচিত্র, গোধূলী নারী কল্যাণ সংস্থা, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা, অনসাম্বল থিয়েটার সহ সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও নাগরিক সংগঠন তারুণ্যের মেলায় স্টল সহ প্রত্যেকটি ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
“আমিও জিততে চাই ” ক্যাম্পেইন রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের কাছে নাগরিকদের প্রত্যাশাসমূহকে তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করেছে বলে মনে করেন তারুণ্যের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংগঠকগণ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ।
I am in fact grateful tto the owner of this website who hass shared this wonderful paragraph at at
this place. https://glassiuk.wordpress.com/
Hi, yes this paragraph is really fastgidious and
I have learnmed lot of things from iit about blogging.
thanks. https://Lr-Mediconsult.de/Unternehmen/tonebet-casino/