ইয়াবাসহ ছাত্রদল সভাপতি আটক, পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার
শেরপুর প্রতিনিধি: শেরপুর নালিতাবাড়ীতে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে (২৫) আটক করেছে জামালপুরের র্যাব-১৪।
সোমবার (২৫ আগস্ট) আটককৃতকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের পর শেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার রাতে উপজেলার চারআলী বাজারস্থ চাঁন মিয়া ডেন্টাল কেয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার চারআলী বাজারস্থ চাঁন মিয়া ডেন্টাল কেয়ারের সামনে অভিযান পরিচালনা করে। এসময় আশিক মাহমুদের দেহ তল্লাশী করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
এদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে আটক রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে তার পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু) ও সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান উজ্জ্বলের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।